সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ,নাটোর জেলার সিংড়া উপজেলার প্রাণকেন্দ্রে চলনবিল ঘেঁষা একটি মনোরম, খোলামেলা ও নান্দনিক স্থানে দেড় একর জায়গার উপর অবস্থিত। চারদিকে উচু প্রাচীর ঘেরা সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এ রয়েছে চার তালা বিশিষ্ট এক বিশাল প্রশাসনিক ভবন ও একটি পাঁচ তালা বিশিষ্ট একাডেমিক ভবন। এছাড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য রয়েছে চারটি অত্যাধুনিক হেভি ইক্যুইমেন্ট সম্বলিত ওয়ার্কশপ, দুইটি সাইন্স ল্যাব, দুইটি মাল্টিমিডিয়া কম্পিউটার ল্যাব। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে এক বিশাল খেলার মাঠ ও শারিরীক শিক্ষা প্রশিক্ষণের জন্য রয়েছে প্রশিক্ষণ গ্রাউন্ড। কো-কারিকুলাম কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রয়েছে এক বিশাল অডিটেরিয়াম এবং একটি কনফারেন্স/মিটিং রুম। শিক্ষকদের ও ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা কমন রুম। প্রতিষ্ঠানের সকল; শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা আলাদা একাধিক স্বাস্থ্যসম্মত টয়েলেট ও রিফ্রেশ রুম ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস